কুলাউড়ায় পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রফতার ৪


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নে ৭ এপ্রিল সোমবার বিকেলে মামলার আসামী মো: শহিদ মিয়াকে গ্রেফতারের সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় স্থানীয় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মো: ছাদেক মিয়া। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মো: শহিদ মিয়াকে গ্রেফতার করতে এসআই মো: ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন। ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে গ্রেফতার করে। এদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, গ্রেফতার ৪ আসামীকে আদালতে সোপর্দ করা হয়। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post