কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা দিবস উদযাপিত


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা সৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সৌধ চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ৯টায় শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি মো. গোলাম আপছার।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।

পরে উপজেলা শিশু একাডেমির আয়োজনে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসারের পরিচালনায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিকাল ৩টায় উপজেলা প্রশাসন একাদশ ও পৌর প্রশাসন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post