কমলগঞ্জ লোকালয়ে দেখা গেল চিত্রা হরিণ

 


হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন থেকে লোকালয়ে দেখা গেল একটি চিত্রা হরিণ। স্থানীয় লোকজন আটক করে  বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। শনিবার (১ মার্চ) বিকালে বন থেকে দলছুট একটি চিত্রা হরিণ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে ধরা পড়ে।বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে বন বিভাগের লোকজনের কাছে চিত্রা হরিণটি হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন।  

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দুইদিন আগে আগুন লাগে হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে আসে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত কয়েকদিনে অতিরিক্ত পর্যটক বনে প্রবেশ করার কারণে বন থেকে প্রচুর প্রাণী বাহিরে চলে আসছে। এসব কারণে তাদের ধারনা অন্য প্রাণীদের মতো হরিণটি লোকালয়ে চলে এসেছে। পরে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।  

মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এ প্রতিনিধিকে বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ্য না। বর্তমানে জানকিছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।হরিণটিকে সুস্থ্য করে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। তবে ধারণা করা হচ্ছে, হরিণটি কালাছড়া বন বিট এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল। 

Post a Comment

Previous Post Next Post