কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত


স্টাফ রিপোর্টারঃ ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ২ মার্চ পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস।

রোববার ২ মার্চ সকাল দশটায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এক র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন অফিসার মোঃ আবুল বাশারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: আব্দুল হাই , সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা তথ্য আপা তাসফিয়া রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের সম্পাদক মো: ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা নুসরাত জাহান।

Post a Comment

Previous Post Next Post