মা-বাবাকে কখনো ভুলে যাবেন না, তাদের খিদমত করুন- হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী


স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে কামিল উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান, বার্ষিক ওয়াজ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মাদরাসা মাঠে পবিত্র কোরআন ও বুখারী শরীফ খতমের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সোমবার সকাল থেকে চলে মধ্যরাত পর্যন্ত। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কামিল উত্তীর্ণ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক ও টাউন কামিল মাদরাসা এডহক কমিটির সভাপতি মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে ও মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাউন কামিল মাদরাসা থেকে সনদ লাভ করে অনেকে দেশে-বিদেশে মাদরাসা-মসজিদের খেদমতসহ বিভিন্ন স্থানে ইজ্জতের সাথে আছেন। আজ যাদের পাগড়ি দেয়া হয়েছে তাদের জন্য নসিহত হলো মা-বাবাকে কখনো ভুলে যাবেন না। তাদের খিদমত করুন, দুআ নিন। তারা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দুআ করুন। দ্বীনি দরসগাহের সাথে সম্পর্ক রাখবেন। হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরি করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসা ঢাকার প্রিন্সিপাল ড. মুফতি বদিউল আলম সরকার, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও দাতা সদস্য মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী, টাউন কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক (অনার্স বিভাগীয় প্রধান) মাওলানা এম এ আলিম, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, গভর্নিং বডির সাবেক সদস্য মাওলানা সৈয়দ করম আলী, শেখ নুরুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post