কুলাউড়ায় এনসি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সহকারী  অধ্যাপক আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ, উপজেলা জামায়াতের আমির নায়েবে আমির জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, জামায়াতের পেশাজীবি সদস্য কাজী জসিম উদ্দিন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সাংবাদিক বশির আল ফেরদৌস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইব্রাহিম আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Post a Comment

Previous Post Next Post