কুলাউড়ায় রাজাপুর সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ৩ ইউনিয়নবাসী।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সেতু এলাকায় হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজাপুর সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে বালুমহল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর-ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান।

মানববন্ধনের আয়োজক আমির আলীর সভাপতিত্বে ও ফয়জুল হক এবং সৈয়দ আতাউর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, আকদ্দছ আলী মাস্টার, হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য হেলাল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্বাস আলী, সহকারী অধ্যাপক গিলমান আহমদ, মুস্তাফিজুর রহমান রুমেন, পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, সাংবাদিক মাহদি হাসান, জেলা ছাত্র সমন্বয়ক এম নজরুল ইসলাম চৌধুরী, জুবেল, আনসার আলী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post