কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা জামায়াত আমীরের মতবিনিময়


স্টাফ রিপোর্টারঃ বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী। তিনি বলেছেন, অতীতে বিভিন্ন সরকারের আমলে বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। এ জন্য কুলাউড়া পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমির বলেন, সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর   নাম ঘোষণা করা হয়েছে। তেমনিভাবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেন তাহলে উন্নয়নে পিছিয়ে পড়া  কুলাউড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, আলাউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post