স্টাফ রিপোর্টার: আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনীয় মাত্রায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, মো: শাহজাহান মিয়া, মু,ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মো: ইয়ামীর আলী, মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি শরীফ আহমদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মহি উদ্দিন চৌধুরী শাহীন, ক্যাবের সভাপতি প্রফেসর মো: মহসিন, ছাত্র প্রতিনিধি জসিম আহমদ, জেলা জাতীয় পার্টির সভাপতি মো: কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান মাহমুদ, ব্যবসায়ী প্রতিনিধি হাজি মো: লাল মিয়া, মো: কদর আলী, সৈয়দ মাহমুদ আলী, সেলিম আহমদ, আব্দুল কাদির, ছয়ফুল ইসলাম রুকন।
এসময় ব্যবসায়ীসহ অন্যান্যরা পবিত্র রমজানকে সামনে রেখে সিন্ডিকেট প্রথা ভেঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।