"প্রেসিডেন্ট'স স্কাউট" পদকে মনোনীত কুলাউড়া মুক্ত স্কাউটের ফাহমিদা

 

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট‍‍`স স্কাউট' ২০২২ সালের পদক প্রাপ্তির মনোনীতদের তালিকায় স্থান পেয়েছে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন স্কাউট গ্রুপের শিক্ষার্থী মোছাঃ ফাহমিদা খানম।

বুধবার (১ জানুয়ারি ) রাতে প্রকাশিত ফলাফলে তার নাম প্রকাশিত হয়েছে। ফাহমিদার পিতা একজন ব্যবসায়ী এবং মা গৃহীনি।

জানা যায়, প্রেসিডেন্ট‍‍`স স্কাউট অ্যাওয়ার্ডটি মহামান্য রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে প্রদান করে থাকেন।

এর আগে গত ১৯ থেকে ২১ই ডিসেম্বর গাজীপুর মৌচাকে ৩৭৯ জন শিক্ষার্থী নিয়ে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট‍‍`স স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট‍‍`স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে ৩৭৯ জন পরিক্ষার্থীর মধ্যে ২৩৯ জন শিক্ষার্থী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড লাভ করে। প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। এছাড়া, দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।

অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মোছাঃ ফাহমিদা খানম বলেন, "প্রেসিডেন্ট‍‍`স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। ফাহমিদা থেকে পিএস ফাহমিদা হওয়ার যাত্রায় আমার কুলাউড়া মুক্ত স্কাউটের সভাপতি, সম্পাদক ও ইউনিট লিডার সহ সম্পৃক্ত সকল ইউনিট লিডার, তার সকল সহপাঠী সাবেক-বর্তমান সকল স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post