কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. মুহিব উল্লাহ্‌, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, সাংবাদিক এস আর অনি চৌধুরী, মহিউদ্দিন রিপন, আরিয়ান রিয়াদ প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও পাঁচপীর জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ান হয়। এ ছাড়া পাঁচপীর জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও প্রতাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) রানার্স আপ হয়।

Post a Comment

Previous Post Next Post