কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক কুলাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার হলরুমে জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফজলুল করীম ময়ূন কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নাম ঘোষণা করেন। 

এতে সাবেক ছাত্রনেতা রেদওয়ান খানকে আহবায়ক, বদরুল হোসেন খানকে যুগ্ম আহবায়ক ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও কুলাউড়া পৌর বিএনপিতে খন্দাকার মুহিবুর রহমান মলাইকে আহবায়ক, আব্দুল মন্নানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও অলিউর রহমান চৌধুরী সিপলুকে যুগ্ম আহবায়ক করে পৌর কমিটি ঘোষণা করা হয় এবং ওইদিন জেলার অন্যান্য উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post