নিউজ ডেস্কঃ কুলাউড়ায় যুব উন্নয়ন কর্তৃক সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জানুয়ারী সকালে কুলাউড়া পৌরসভার হল রুমে ৩০ জন সেচ্ছাসেবীদের নিয়ে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ পরিদর্শক ফরহাত নুর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুব উন্নয়ন সহকারী সৈয়দ আপেল মাহমুদ, রক্তদান সংগঠনের কর্মী আবু সামাদ সুজেল, স্বদেশে যুব সংস্থার জহুরুল ইসলাম দুদু প্রমুখ।