গিলাফ চড়ানোর মধ্য দিয়ে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) এর ৬৮৪ তম উরুস মোবারক শুরু


স্টাফ রিপোর্টার : প্রতি বছর মাঘ মাসের প্রথম তারিখ কাঙ্খিত দিন হিসেবে অপেক্ষায় থাকেন আশেকান ও ভক্তরা। এ সময় মৌলভীবাজার জনপদে উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠে।

৩৬০ আউলিয়ার অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র:)-এর ৬৮৪তম উরুস মোবারক আগামীকাল ১৫ই জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই উরুস অনুষ্ঠিত হয়। উরুস উপলক্ষে আগেরদিন মঙ্গলবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ্ ও জিকির-আজকার অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গণে। শিরনির জন্য এবার প্রায় ৩০টি গরু জবাই হয়েছে।

বুধবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির-আজগার, বাদজোহর মিলাদ-মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে দুইদিনব্যাপী উরুসের কার্যক্রম শেষ হবে।

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) এর উরুসকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে দোকানি সড়কের দু’পাশে দুই তিনদিন আগে থেকেই মেলায় পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন।

শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। মেলায় শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকানের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর, কুটির শিল্প সামগ্রীর দোকান বসে।

পৌরসভার পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, পানি সরবরাহ, শিরনি বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছে উদযাপন পরিষদ।

এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। উরুস ও মেলাকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ।

Post a Comment

Previous Post Next Post