স্টাফ রিপোর্টারঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়ায় ৭ জানুয়ারী বুধবার দুপুরে পৌর মিলনায়তনে পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন এঁর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এর সঞ্চালনায় (IUGIP) ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রারম্ভিক কর্মশালা হিসেবে কুলাউড়া পৌরসভায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন টিম লিডার (IUGIP) প্রজেক্ট প্রফেসর ডা.গোলাম মর্তুজা, জয়েন্ট সেক্রেটারি আর টি,জি এন, এইচ আর, ডিএমপি (জি ভি) এস এম মাডুদুর রহমাম, IUGIP উরবান প্লেন্টার সারোয়ার হোসেন অপু, পিডি এর সি মোঃ মোরশেদ আলম প্রমুখ।
কর্মশালায় ৯টি ওয়ার্ড ৩টি গ্রুপে বিভক্ত করে পৌরসভার নগর উন্নয়নের জন্য বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এতে গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন ৬-৭-৯নং ওয়ার্ডের পক্ষে সাবেক কাউন্সিলর হারুনর রশীদ, ১-২-৩নং ওয়ার্ডের পক্ষে সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, ৪-৫- ও ৮ নং ওয়ার্ডর পক্ষে উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল ।