কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ (৫ম ও ৮ম শ্রেণির) সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার)  পুরস্কার বিতরণ করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, হারুনুর রশীদ, সুলতানা বেগম লাইলী, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স, মহি উদ্দিন রিপন, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ, শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী।

উল্লেখ্য, পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ ও অষ্টম শ্রেণির ৬৩ জনসহ মোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

তারমধ্যে পঞ্চম শ্রেণির ৩১ ও অষ্টম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় তাদেরকে সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post