কুলাউড়ায় এপিবিএন ও পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই


নিউজ ডেস্কঃ কুলাউড়ায় চোরাকারবারিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের তিন সদস্য। এছাড়া আহত হয়েছেন স্থানীয় আরো তিন ব্যক্তি। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ও ঘটনাস্থল থেকে তিনজন চোরাকারবারিকে আটক করা হয়। এসময় হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী অন্তত শতাধিক লোক এসে এপিবিএন ও থানা পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post