ওয়াজ মাহফিলে একটা কমলা বিক্রি হলো ২ লক্ষ টাকায় !


নিউজ ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে নিলামে ওয়াজ মাহফিলে একটি কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় নিলামে এ কমলাটি বিক্রি হয়।

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল (স.) আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী। ওইদিন রাত ৮টার দিকে প্রধান অতিথির ওয়াজ শেষে একটি কমলা মাদ্রাসা কর্তৃপক্ষ নিলামের জন্য আনেন। এসময় মাইকে ঘোষণা করা হয় যে কমলাটি নিলামে কিনবেন সেই কমলাটি প্রধান অতিথি আওলাদে রাসূল (স.) আল্লামা আসজাদ মাদানী তার হাতে তুলে দেবেন।

এরপর শুরু হয় নিলাম। নিলামে ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে ক্রয় করেন। এর পর আল্লামা আসজাদ মাদানী তার হাতে কমলাটি তুলে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

মাওলানা হাফিজ ইয়ামিন জানান, সওয়াবের নিয়তে বরকতের জন্য আওলাদে রাসূল আসজাদ মাদানী হাত থেকে নিলামের মাধ্যমে কমলাটি কিনেছেন।

দুই লক্ষ টাকায় নিলামে কমলা বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন।

Post a Comment

Previous Post Next Post