সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় রেল লাইনের পাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে লাউয়াছড়া বনের রেল লাইনের লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়। সে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দে’র একমাত্র সন্তান এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা ও আত্মীয় স্বজনরা এখন বাকরুদ্ধ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা হয়েছে। রেলওয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো: সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post