বরমচালে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিউজ ডেস্কঃ বরমচাল ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর, মঙ্গলবার বরমচাল ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মরহুম ফারুক উদ্দিন (সাবেক সহ-সভাপতি, বরমচাল ইউনিয়ন বিএনপি) সহ সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনসুর আহমদ চৌধুরী সুলতান, আহ্বায়ক, বরমচাল ইউনিয়ন যুবদল। সঞ্চালনা করেন তুহেল আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক, বরমচাল ইউনিয়ন ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক - আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক - আব্দুল মোক্তাদির মুক্তার, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক - আব্দুল জহুর ডেন, কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক - মোস্তফা মাহমুদ, কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক - শাহ সুলতান আহমেদ টিপু, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি - হাজি আবু হানিফ, বরমচাল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি - জসিম উদ্দিন আকুল,  বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি - তারেক আহমদ মধু,  বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক - তোফায়েল হোসেন খান জমসেদ, বরমচাল ইউনিয়ন বিএনপি নেতা - হেলাল খান, বরমচাল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক - রিয়াজ উদ্দিন, বরমচাল ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক - রিয়াজ আহমদ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত নেতৃবৃন্দের অবদান স্মরণ করে বলেন, “তারা বরমচাল ইউনিয়নের জাতীয়তাবাদী আন্দোলনে যে ত্যাগ ও পরিশ্রম করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আরও দৃঢ় প্রত্যয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে কাজ চালিয়ে যাব।”

আলোচনা সভার পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম ফারুক উদ্দিনসহ বরমচাল ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

এ আয়োজন বরমচাল ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের মধ্যে দলীয় সংহতি এবং প্রয়াত নেতাদের স্মৃতিকে চিরজীবী করে তুলেছে। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন মানবিক ও দৃষ্টান্তমূলক আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post