এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট নগরে মাছ ব্যবসায়ী কিশোর গ্যাং এর হামলায় প্রাণ গেল চা বিক্রেতা অপর কিশোরের। একজন অপরজন পাশাপাশি ব্যবসায়ী একজন মাছ বিক্রি করেন চা বিক্রি করেন। মাছ বিক্রেতা প্রতিনিয়ত চা বিক্রেতার কাছ থেকে বাকি চা খেয়ে থাকেন। চা বিক্রি পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ দিতে হলো জাহিদ খান (১৭) নামে এক কিশোরের। ঘটনাটি ঘটে বিকেল চারটায় সিলেটের অস্থায়ী হকার মার্কেট লালদীঘির পাড়ে।
নিহত জাহিদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউপির দিগলকান্দি এলাকার দুদু মিয়ার ছেলে
স্থানীয় হকার মার্কেটের ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন টয়লেটের পানি একজন আরেকজনের উপরে ছিটা মারতে গিয়ে দন্দ লাগে। আবার কেউ বলতেছেন চা বিক্রি পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে কিশোর জাহিদকে।
ঘটনার পরপর স্থানীয় ব্যবসায়ীরা ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেন। হাসপাতালে মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেখান থেকে পুলিশ ঘাতকের ভাই কে ও আটক করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দেরি হওয়ার কারণে পোস্টমর্টেম হয়নি রাখা হয়েছে মেডিকেলের ফ্রিজে বলে নিশ্চিত করেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় পুলিশ সিলেট নগরীর লামাপাড়া বাদশা মিয়ার কলোনির বাসিন্দা খাইরুল ইসলামের পুত্র মোহাম্মদ রাফি (২৮) ও ফরহাদ ইসলাম (১৬) কে কোতোয়ালি থানায় আটক করেছে বলে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত কিশোর লালদিঘীরপাড় হকার মার্কেটে চা বিক্রি করতো। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ নামে এক কিশোরকে আটক করা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।