মৌলভীবাজারে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে পতাকা উত্তলোন, মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মূল প্রবন্ধ পাঠ করেন ও প্রধান অথিতির বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন বিভিন্ন সরকারি দপ্তরে যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলই ডিসিশন দিয়ে আপনাকে অফিস থেকে বের হতে হবে। এ কারণে সরকার আমাদেরকে বেতন দেয়। ফাইল নিয়ে দিনের পর দিন সেবা গ্রহিতাদের হয়রানি করা যাবে না। রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। আজকের ফাইল আজকের ডিসিশন দিতে হবে। পেন্ডিং রাখা যাবে না। এটাই হলো কর্তব্য নিষ্ঠা। আমি সৎ মানুষ কিন্তু আমি ছয় মাস যাবত ফাইল ডেসপাস করি না। তাহলে আমি তো অধিক অযোগ্য। একজন শিক্ষকের স্কুল দশটা থেকে চারটা পর্যন্ত। তিনি ছয় পিরিয়ড পড়ান। ওই সময়টায় তিনি বাচ্চাদেরকে মনোযোগ সহকারে ক্লাস নিবেন। যদি আধা ঘন্টা মনোযোগ সহকারে ক্লাস না নেন। তাহলে ওই আধা ঘন্টার টাকা তার জন্য হারাম। আমি যদি কোন ফাইল ডেসপাস না করে বাসায় চলে যাই। এই টাকাটা নেওয়া আমার জন্য হারাম।

তিনি আরও বলেন আমাদের কাজ করতে কিছু আইন কানুন আছে। সরকার আমার হাতে যেসব আইন তুলে দিয়েছেন এই আইনগুলোর বিধি-বিধান দেখে আমাদেরকে কাজ করে যেতে হবে। আইনের বাইরে কোন খরচ করা যাবে না। আইনের বাহিরে কোন ডিসিশন নেওয়া যাবে না। সবাইকে রাষ্ট্রীয় সম্পদের সর্বাত্মক স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইফুর রহমান, জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ আখলাকুর আম্বিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, এনটিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ। সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সার্কিট হাউসে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তলোন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এবং  কমিশনের পতাকা উত্তলোন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইফুর রহমান, জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ আখলাকুর আম্বিয়া। পরে আদালত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post