মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে মৌলভীবাজারে  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সূর্যদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, সরকারী কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন, এলজিইজি, গণপূর্ত বিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।


সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংর্বধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক কর্যালয় সম্মুখে বিজয় মেলার আয়োজন করা হয়। ফতিা কটেে ও বলেুন উড়য়িে উদ্বোধন করনে জলো প্রশাসক মো. ইসরাইল হোসনে। এতে বিভিন্ন প্রতিষ্ঠিানের ৩০টি ষ্টল অংশগ্রহণ করে।

দুপুরে জেলা ক্রিড়া অফিসের উদ্যোগে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

Post a Comment

Previous Post Next Post