স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় টিলাগাঁও ইউনিয়নে সাম্প্রতিককালের বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে এনজিওসংস্থা ওয়াফের উদ্যোগে গবাদিপশু বিতরণ করা হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও ওয়াফের বাস্তবায়নে টিলাগাঁওয়ে ওয়াফের কার্যালয়ে দরিদ্র ১০টি পরিবারের মধ্যে গবাদিপশুসহ গাভীর খাবার ফিড, ভিটামিন সিরাপ ও কৃমিনাশক ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হয়।
ওয়াফের নির্বাহী পরিচালক ও টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রহিম, ইউপি সদস্য ফজলু মিয়া প্রমুখ।