অবৈধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় ভারতীয় ২ নাগরিক আটক


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় নাগরিককে আটক বিজিবি। আটক দু’জন ভারতের উনুকোটি জেলার ইরানি থানার বাসিন্দা।

বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯) নামের ২ ব্যক্তি। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শনিবার সকালে তাদের দু’জনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ভারতীয় ওই দুই নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post