কুলাউড়ায় ক্রেস্ট বাজারের ৫ম বর্ষপূর্তি পালন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় নিজস্ব মেশিনে দক্ষ কারিগরের নিখুঁত হাতে নিরলস সেবা প্রদানের সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেস্ট বাজার-কুলাউড়া। সোমবার (২৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় মনিহার ম্যানশনের (২য় তলায়) ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রচন্ড তাপদাহের মধ্যেও ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্নস্থরের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিনত হয়েছে। গেল ৫ বছর সততা ও নিষ্ঠার সাথে ক্রেতা সন্তুষ্টিতে শীর্ষতা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে ক্রেস্ট বাজার।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আনছারী।

ক্রেস্ট বাজার কুলাউড়া স্বত্তাধিকারী ইউসুফ আহমদ ইমন বলেন, বিগত দিন আমাদের সম্মানিত ক্রেতাদের কাছ থেকে অকল্পনীয় ভালোবাসা ও সাড়া পেয়েছি। যা কৃজ্ঞতায় শেষ করার মতো নয়। এর মধ্যেও আমাদের অজান্তে ঘটে যাওয়া ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় চলতে চাই আগামীর দিনগুলো। আশা করি গেলবছরগুলোর ন্যায় আপনাদের সহযোগিতা ও আস্থা অব্যাহত রাখবেন।

Post a Comment

Previous Post Next Post