কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারি গ্রেপ্তার


নিউজ ডেস্কঃ কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার কৌলা ও ব্রাহ্মণবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে সোমবার ৯ সেপ্টেম্বর  সকালে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-রাজু মিয়া, আনোয়ার, রায়না বেগম ও আলাউদ্দীন।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আদনান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

ওসি জানান, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- কৌলা ও ব্রাহ্মণবাজারে মাদকের ব্যবসা ও সেবন চলছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৭২ পিস ইয়াবা ও ৩১ হাজার ৬৫০ টাকাসহ ১৪টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।

ওসি আরও জানান, সোমবার ৯ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post