নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে পৃথক এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অজয় দাস, রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ, রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাশার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ১৫ আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।