স্টাফ রিপোর্টার: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ ২০২৪।
বুধবার ৩১ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে শহরের ম্যাজিষ্ট্রেট কোয়টার পুকুে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান সহ অন্যন্যরা।
পরে জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুস সালাম চৌধুরী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার শাহ নেওয়াজ সিরাজি। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নোওশের আলী খোকন প্রমুখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।