স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু। তারা এ দেশকে শাসনের নামে ধ্বংসস্তূপে পরিণত করেছে। শুধু তাই নয়, দেশের সব অর্জনকেও ধ্বংস করেছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সরকারের পতন হয়েছে। আজ দেশ মুক্ত হয়েছে। মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারছে। তিনি রবিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার বন্যাদূর্গত টিলাগাঁও ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জেলা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উজ্জল, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মোহিত, কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ন আহবায়ক কাওছার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত বাবলু, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ সহ যুবদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, নেতৃবৃন্দরা ৫'শত মানুষের মধ্যে শুকনো খাবারের প্যাকেট ও পানি বিতরণ করেন।