নিউজ ডেস্কঃ কুলাউড়া এসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্টস (কেএএমএস) এর নতুন পুর্নাঙ্গ ২০২৪-২৫ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে নর্থ-ইস্ট মেডিকেল কলেজের ছাত্র শিপলু হোসাইন মাহবুব কে সভাপতি ও পার্কভিউ মেডিকেল কলেজের ছাত্রী অন্তরা ধর ডেইজি কে সাধারণ সম্পাদক এবং আফজাল বিন ফায়েজ রাহাত কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা করে ৬২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ সভাপতি, নুরুল আমিন ( SBMC ), কানিজ ফাতেমা ( NMC ), পার্থ সারথি নাগ ( SOMC ), আবিদ মাহমুদ ( NEMC ), সঙ্গমির্তা সূর্যা ( NEMC ), যুগ্ম সাধারন সম্পাদক , মিল্টন দাস ( SHMC ), মুর্শিদা জান্নাত মাছুমা ( NEMC ), সাফওয়ান চৌধুরী (SOMC ), আহসান মাহবুব রাহাত ( NEMC ), সৈয়দ ইব্রাহিম ( SSNIMC ), খালেদ আহমেদ মাহিন ( NEMC ), রিয়া দে ( SHMCH ), শাহারিয়ার শাহিদ আসাদ ( SCDC ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ফারদিন হাসান নিশাত ( SOMC ), শাহরিয়ার নেহাল হোসাইন ( NEMC ), জুমারা বেগম ( FMC ), রায়হান খান ( NEMC ), রিদি দে ( SHSMC ), প্রচার সম্পাদক, মুসা আহমেদ ইমন ( MgMC ) উপ- প্রচার সম্পাদক, শাহরিয়ার রিয়াদ ( SSKMC ), অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ আফজাল হোসাইন ( NEMC ), উপ- অর্থ বিষয়ক সম্পাদক, শাহরিয়ার আহমেদ ( FMC ), ব্লাড ব্যাংক বিষয়ক সম্পাদক, মোঃ রেদওয়ান আলী ( DDC ), উপ- ব্লাড ব্যাংক বিষয়ক সম্পাদক, মাহফুজুর রহমান তানিম ( PMC ) দপ্তর সম্পাদক, ওয়াকিব হোসাইন ( SBMC ), উপ- দপ্তর সম্পাদক, মাওয়া সবুর জ্যোতি ( SSNIMC ), শিক্ষাবৃত্তি ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, তাবাছছুম রহমান ( SOMC ), দেওয়ান নুসরাত আল জান্নাত ( NEMC ), উপ- শিক্ষাবৃতি ও পাঠচক্র বিষয়ক সম্পাক : সানজিদা আফরিন ( NEMC ), ত্রান ও দূর্যোগ সম্পাদক, নাজমুল হাসান নয়ন ( JRRMC ), প্রবাহেনি পাশা ( MMC ), উপ – ত্রান ও দূর্যোগ সম্পাদক, সানজানা রিয়া ( ShD ), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, লাবিব তাজওয়ার নাহি ( SOMC ), মাসুদ বিন ইউসুফ ( FMC ), উপ- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আহমেদ আহনাত জাওয়াদ ( JRRMC ), গ্রন্থনা ও প্রকাশনা, আদিল আহনাফ খান ( NEMC ), মাহফুজা জান্নাত মিমি ( SSNIMC ), উপ- গ্রন্থনা ও প্রকাশনা, এ.এম ইশতিয়াক আজিজ মাহি ( NEMC ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, হালিমাতুস সাবিহা ( NEMC ), এনামুল হাসান ( SOMC ), উপ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক , এ. এম মুনতাসির মুজিক শাহি ( NEMC ), রোগী কল্যাণ সম্পাদক, নীলজ্জন চক্রবর্তী ( SOMC ) উপ- রোগী কল্যাণ সম্পাদক, মারজান ইসলাম নাহিদ ( SOMC ), আন মুনতাকিম ( PRMC ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিরাজুম মুনিয়া ( JRRMC ), উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক : হুমায়রা তাবাসসুম ( SZMC ), সদস্য, আলী আহসান মোঃ মুজাহিদ ( NEMC ), রাতুল হাসান শাওন ( SBMC ), রিফাত আব্দুল্লাহ ( JRRMC ), মোঃ শাহরিয়ার ইসলাম ( PMC ), আহমেদ সালেহ লাবিব ( NEMC ), ফাহিম আহমেদ ( DDC ), আফসানা বখত তানিশা ( JRRMC ), সাবিহা আনজুম ( NEMC ), হালিমা জান্নাত ( FMC ), জান্নাতুল মাওয়া নুবাহ ( DMC ), তাহসিন তাবাসসুম পার্থী ( SSMC ), তাওহিদ রাহী ( JRRMC ), মেহরিন আহমেদ ( SOMC )
সংগঠনের অন্যান্য উপদেষ্টাবৃন্দ হলেন ডা:হিমাংশু দাস সৌম্য, ডাঃ শাকিলুর রহমান, ডাঃ তাহি মোঃ তাহমিদ, ডাঃ আরিফা ইসলাম, ডাঃ সৈয়দ সাদিকুর রহমান, ডাঃ মেহেদি হাসান, ডাঃ আল বারি চৌধুরী তুহিন, ডাঃ জোবায়ের আহমেদ, ডাঃ প্রজ্ঞা পারমিতা, ডাঃ তাহমিদ আব্দুল্লাহ, ডাঃ এএফএস আব্দুল্লাহ পলাশ, ডাঃ একেএম শাহরিয়ার, ডাঃ মোঃ জাকারিয়া, ডাঃ শিবনাথ ভট্টাচার্য, ডাঃ কিশোলয় চৌধুরী, ডাঃ আহমেদ আল আমিন, ডাঃ শ্যাম দত্ত, ডাঃ তাহসিন তাবাসসুম, ডাঃ জাকির হোসেন, ডাঃ দেবযানী সোম বৃষ্টি, ডাঃ রাসেল আহমেদ, ডাঃ কামরুল ইসলাম,ডাঃমুস্তাফিজুর রাহমান মামুন, ডাঃ মাহেদী হাসান অনিক, ডাঃ রায় রুম্পা, ডাঃ মাহেদি হাসান অনিক ডাঃ মোস্তাক হোসেন তানিম,ডা:মো রুহুল আমিন,সা:মিজানুর রহমান মামুন, ডা:তানভির হোসেন নাহিদ , ডা: আর-রাফি আলী শাহ্ কে সাধারণ ড:ফজলে ফাতেহা খানম ডা:জিয়াউল কবির জিন্না, ডা: শতরূপা ভট্টাচার্য, ডা: সঞ্জয় গোয়ালা, ডা: আনিসুর রহমান,ডা: প্রাঙ্গণ রায় রনি , ডা:আব্দুল্লাহ আল মাহদি শাওন , ডা:মাহদি হাসান, ডা:আশরাফিকুর রহমান। #বিজ্ঞপ্তি