কুলাউড়ায় সাবেক প্রধান শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক প্রধান শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ শাফাত উদ্দিন আহমদের পৌর শহরস্থ বাসভবনে এ চুরির ঘটনাটি ঘটে।


পৌর শহরের উছলাপাড়া এলাকার বাসিন্দা মরহুম শাফাত উদ্দিনের পুত্র কামরুল হাসান জানান, গত ৩ জুলাই বাসা তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

শনিবার (৬ জুলাই) দুপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাসায় ফিরে গেইটের তালা ও দরজা-জানালা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে বাসার সবকিছু তছনছ দেখে চুরির ঘটনা বুঝতে পারেন। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও থানাপুলিশকে দ্রুত জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরও জানান, চোরেরা বাসায় থাকা স্বর্ণ, নগদ টাকা, আমেরিকান ডলারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Post a Comment

Previous Post Next Post