বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক কলেজের সাবেক অধ্যক্ষ মুহিবুর রহমান বুলবুলের যুক্তরাস্ট্রে সংক্ষিপ্ত সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রে কুলাউড়াবাসীর আনন্দ আড্ডা আয়োজন সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী রাশিদুল এম চৌধুরী হেশাম ও শেখ আব্বাস আহমদের আমন্ত্রণে ৯ জুন রোববার বিকেলে নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে এ আনন্দ আড্ডা কুলাউড়াবাসীর মিলনমেলায় পরিণত হয়।
আনন্দ আড্ডায় অংশ নেন মুজাম্মেল খান, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইউএসএ’র সাবেক উপদেষ্টা ফারুক চৌধুরী, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইউএসএ’র সাবেক উপদেষ্টা বেদারুল ইসলাম বাবলা, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইউএসএ’র উপদেষ্টা নজরুল ইসলাম ফারুক , আশিষ রায়, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইউএসএ’র উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ডা. মামুন, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইউএসএ’র সভাপতি শাহ আলাউদ্দিন, শাহেদ দেলোয়ার চৌধুরী, জামাল উদ্দিন (লিটন), সৈয়দ ইলিয়াস খসরু, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ইউএসএ’র প্রচার সম্পাদক এনাম খান, আলতাফ হোসেন, ময়নুর রহমান সুয়েব, বদরুল ইাসলাম মিন্টু, নূরুল আম্বিয়া, লুৎফুর রহমান, ফরহাদ লিটু, মোহাম্মদ মিসবাউর রহমান এনাম, রুজেল আহমদ ও তৌসিফ চৌধুরীসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক কুলাউড়াবাসী। এ সময় লংলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং জাতীয় তরুণ সংঘ’র উপদেষ্টা মুহিবুর রহমান বুলবুল ও তাঁর স্ত্রী-কন্যাকে কুলাউড়াবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও মুহিবুর রহমান বুলবুলের একমাত্র কন্যা যুক্তরাষ্ট্রের ইয়েলা ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত সকলের সম্মানার্থে প্রীতিভোজের আয়োজন করা হয়।