কুলাউড়ার টিলাগাও ইউনিয়নে এনজিও সাকো-র পক্ষথেকে ২২ টি ছাগল বিতরন



স্টাফ রিপোর্টারঃ টিলাগাও স্হানীয় সাকো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১১ জন দরিদ্র পরিবারে মহিলাকে স্বাভলম্ভি করার লক্ষ্যে ২২টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছ।

৩ জুন সোমবার এনজিও সাকো কার্যালয়ে উপকারভোগিদেরকে প্রথমে ওরিয়েন্টেশনে অংশ করে করে ছাগল পালনে বিভিন্ন উপকারের কথা বলা হয়,পাশাপাশি ছাগলের বিভিন্ন রোগ সম্পর্কেও অবহিত করা হয়।

এসময় প্রশিক্ষণ পরিচালনা করেন পশু চিকিৎসক নিত্য লাল দে। এছাড়া উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মালিক । 

ছাগল গ্রহিতা মহিলা মধ্যে দুটি গ্রামের ১১জন মহিলাকে ২টি করে মোট ২২টি ছাগল পালন করার জন্য দেওয়া হয়।  এতে সালামতপুর গ্রামের ৩জন ও লহরাজপুর গ্রামের ৮জন রয়েছেন। 

সম্পর্ণ বিষয় পরিচালনা করেন সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ তিনি যানান আমার আমাদের এলাকার মহিলাদের ছাগল ও গবাদিপশু পালনে উৎসাহ যোগাচ্ছি কারন একটি পরিবারের জন্য গবাদিপশু পালন অতি গুরুত্বপূর্ণ সংসারের বার্তি আয় বাড়াতে খাবারের চাহিদা মিটনো অংশ হিসেবে সহায়তা করবে গবাদিপশু পালন। ছাগল পালনে একটা পরিবারকে স্বাভলম্ভি হতে পরিবারের চাহিদা পুরনে সহযোগিতা করে।  

Post a Comment

Previous Post Next Post