স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানিতে ডুবে রিয়ান (৮) নামক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ জুন সোমবার দুপুর আনুমানিক দুইটায় পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু রিয়ান কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বটুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে রিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ির আশপাশে ভাসান ঢলের পানি। পরে পানিতে তল্লাশি করে রিয়ানের লাশ পাওয়া যায়। বটুল মিয়ার তিন সন্তানের মধ্যে রিয়ান সবার ছোট।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।