স্টাফ রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মন্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমেদ খান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন, মোস্তফা মাহমুদ, উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুসা আহমেদ সুয়েট, যুবদল নেতা ফারুক আহমেদ, তাতীদল নেতা আব্দুল মুনিম ডেনি, কর্মধা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাক আহমেদ, সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, পৃথিমপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছামাদ, যুবদল নেতা শাহীন আহমেদ, নাহিদ চৌধুরী, জামাল আহমেদ, লাভলু আহমেদ, আব্দুল আজিজ, মোরশেদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে কুলাউড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে শিরনী বিতরণ করা হয়।