স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বনফুল অ্যান্ড কোং এর নতুন শোরুম উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুর ২টায় পৌর শহরের দক্ষিণবাজারে ফিতা কেটে নতুন এ শাখার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, কুলাউড়া-জুড়ী-বড়লেখা থানাপুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. রজিউল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বনফুলের সত্ত্বাধিকারী নোমান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট এটিএম মান্নান, যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সংঘঠক নাছির জামান খান জাকি প্রমুখ।
বনফুল অ্যান্ড কোং এর সত্ত্বাধিকারী নোমান আহমদ চৌধুরী জানান, ‘বিশুদ্ধ খাবারের বিশ্বস্থ প্রতিষ্ঠান’ স্লোগানকে সামনে রেখে বনফুলের নতুন এ শোরুম উপজেলার সার্বিক উন্নতি-অগ্রগতি ও সুনাম আরও একধাপ এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।