কুলাউড়ায় প্রবাসী বন্ধুকে নিয়ে ৯৪ ব্যাচের আড্ডা ও সম্মাননা প্রদান


স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে সফররত যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম মুন্নার সম্মানে বন্ধুদের নিয়ে এক আড্ডার আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখা। ২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে উপস্থিত বন্ধুরা মেতে ওঠেন আনন্দ আর শুভেচ্ছা বিনিময়ে। এখানে অংশগ্রহণকারী অনেক বন্ধুর সাথে যুক্তরাজ্য প্রবাসী বন্ধু মুন্নার অনেকদিন পর দেখা হয়। নানা স্মৃতিচারণ আর একে অপরের সাথে কুশল বিনিময়ে আড্ডায় ফিরে আসে সযত্নে আগলে রাখা মুগ্ধ অতীত। স্মৃতির ওপারে রেখে আসা শৈশবের দিনগুলো বন্ধুদের নিয়ে যায় নস্টালজিয়ায়। বন্ধুদের নিয়ে ভবিষ্যতে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও আভাস আসে এই আড্ডায়। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিকুল ইসলাম মুন্না। অনুভূতি ব্যক্ত করেন বন্ধু নুরুল ইসলাম খান বাবলা, নাসির জামান খান জাকি, মো. সাদিকুর রহমান, সামছুর রহমান সমছু, কাওসার আহমেদ নিপার, হাসান আহমেদ, শাহীন আহমেদ, মঈন উদ্দিন, রফিকুল ইসলাম, শাহরিয়ার আফজল মাসুম, সামছু খান, মিসবাহ আহমেদ, শাহীন আহমদ, জিয়াউর রহমান, তাফহীম শিমুল, এস কে মোস্তফা, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম, সুধাংশু বৈদ্য, পীযুষ, নীলকান্ত দেবনাথ প্রমুখ। এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবনাথ সবাইকে ধন্যবাদ জানান।

সবশেষে শফিকুল ইসলাম মুন্নাকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।  

প্রসঙ্গত, ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে' এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাঁদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে দীর্ঘদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post