সকলের সহযোগিতায় কুলাউড়াকে ‘স্মার্ট কুলাউড়ায়’ রূপান্তরিত করবো: মাইনুল ইসলাম সবুজ


নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মইনুল ইসলাম সবুজ, মতবিনিময় কালে তিনি বলেন আমি দীর্ঘদিন থেকে উপজেলার প্রত্যেক ইউনিয়নে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছি তাদের সুঃখ-দুঃখে সম্পৃকত থাকার চেষ্টা করছি। আপনারা জানেন আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষকের দায়িত্ব সততার সাথে পালন করে যাচ্ছি। 

আগামী ৮ই মে কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন একটি জন-গুরত্বপূর্ণ নির্বাচন। আমার দীর্ঘদিনের প্রত্যাশা জনসেবা করার, জনসেবাকে এবাদত মনে করেই দল মতের উর্ধে থেকে আমাকে যে যেখানে ঢেকেছে সেখানেই যাওয়ার চেষ্টা করেছি এবং সেখানের লোকের সাথেই হাতে হাত মিলিয়েই কাজ করেছি। আমি নির্বাচিত হলে কুলাউড়া সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি স্মার্ট কুলাউড়া রুপান্তরিত করবো। এই স্মার্ট কুলাউড়া'তেই সকল শ্রেনী ও প্রেশার মানুষ সম্পৃক্ত থাকবে। আপনাদের লেখনির মাধ্যমে আমি তেরোটি ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার সকল ভোটারের কাছে আমার সালাম আদাব পৌছে দিতে চাই।

Post a Comment

Previous Post Next Post