স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সাধারণ সভা অনুষ্ঠিত। রোববার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় যুক্তরাষ্ট্রস্থ নিউইয়র্কের এস্টোরিয়া ৩৬ এভিনিউয়ের হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সভাপতি শাহ্ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় সাধারণ সভায় প্রথমে দেশ ও প্রবাসে বিভিন্ন সময় কুলাউড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং এক মিনিট দাঁড়িয়ে শোক প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা আবুল কালাম, উপদেষ্টা আব্দুল জলিল, উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা এ. এম চৌধুরি শফি, উপদেষ্টা মহি উদ্দিন, উপদেষ্টা মোশাহিদ জে রাশেদ, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, উপদেষ্টা মো. তজমুল আলী। বিশেষ অতিথি লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সাবেক উপদেষ্টা মো. মঈন উদ্দিন চৌধুরী, সাবেক উপদেষ্টা জাবেদ খছরু, সাবেক উপদেষ্টা আব্দুল মুকিত চৌধুরী।
সহ সাধারণ সম্পাদক মাসুক আহমদ সুজন, কোষাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক শেখ শামীম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নুরুন নাহার লুসি, সদস্য বদরুল ইসলাম, মো: মঈনুর রহমান সুয়েব, মো: আলতাফ হোসেন, লুৎফুর রহমান ওয়াসিম।
সাবেক সভাপতি শাহেদ দেলওয়ার চৌধুরী, সাবেক সভাপতি আতিকুল হক শাহিন, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সভাপতি আব্দুল বাকী, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল মান্নান চৌধুরী (হেসাম), সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াছ খছরু, সীমান্তের ডাকের প্রকাশক মোহাম্মদ মিসবাউর রহমান এনাম, এছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল বাকী, রেজাউল করিম রেনু, শামীমুল ইসলাম শামিম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দিন আশরাফ, বেলায়েত হোসেন দুলাল, মো: আজমল খান খয়রু, আজিজুল হক স্বপন, নুরুল ইসলাম দলা, এমরান হোসেন, চৌধুরী মুমিত তানিম, তৌসিফ চৌধুরী, সবুজ সিদ্দিকী, রুবেল আহমেদ, সুরুজ মিয়া, রুহুল আমীন প্রমুখ।
সভায় সংগঠনের আগামী দিনের সকল কার্যক্রম ও কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সকলের সম্মানার্থে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।