সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময়


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। কাপ পিরিছ প্রতীক পেয়ে ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে তিনি মতবিনিময়কালে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত “স্মার্ট কুলাউড়া” গড়ার জন্য  তাকে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা আব্দুল মালিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, পৌর কাউন্সিলর লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

কামরুল ইসলাম আরো বলেন, কুলাউড়ার মানুষ তাঁর দশ বছরের কাজের মূল্যায়ন করবে। তিনি তাঁর বাবার আদর্শকে বুকে লালন করে মানুষের ভালোবাসা নিয়ে এবার উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। পাশাপাশি নির্বাচিত হলে বিগত বছরের ন্যায় কুলাউড়া উপজেলার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে আমার বড়ভাই আবু জাফর রাজু’র মাধ্যমে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়াও অসহায়-দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে অনেক অর্থ সহায়তা ব্যবস্থা করে দিয়েছেন।

উল্লেখ্য, আসম কামরুল ইসলাম কুলাউড়ার প্রাক্তণ সংসদ সদস্য, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। এছাড়া তিনি বিগত সময়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপালন কালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।

Post a Comment

Previous Post Next Post