বিশেষ প্রতিনিধি: কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ওই যুবক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাড়গ্রাম গ্রামের রবীন্দ্র বৈদ্য’র ছেলে।
৬ মার্চ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বেলা দেড়টায় যখন কুলাউড়া স্টেশন প্লাটফর্ম এলাকায় পৌঁছায় তখন আগে থেকে অপেক্ষামান ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তখন ট্রেনে কাটা পড়ে শরীর থেকে ওই যুবকের মস্তিষ্ক আলাদা হয়ে যায়। পওে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যুর খবর জানতে পারি। পরে পিবিআই পুলিশ ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করলে নিহতের পরিচয় পাওয়া যায়। রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।