আপনাদের ভালোবাসায় স্বপ্নযাত্রার এক দশকে 'প্রিয় কুলাউড়া'


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার ১দশক পদার্পণ উপলক্ষ্যে উপজেলার হাকালুকি হাওরে কেক কেটে উদযাপন করা হয়। 


সহ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় সম্পাদক এ কে এম জাবেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য শিরিন চৌধুরী মুন্নি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, পৌরসভার মহিলা কাউন্সিল তাসলিমা সুলতানা মনি, আল আইন আওয়ামীলীগের সভাপতি  লোকমান হোসেন আনু, প্রিয় কুলাউড়ার পরিচালক হেমন্ত চন্দ্র পাল, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ পসুন চম্পু, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার মোক্তাদির হোসেন, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, আজকের পত্রিকা কুলাউড়া প্রতিনিধি শাহ সুমন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, কুলাউড়া সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাসিনা আক্তার ডলি, কুলাউড়া মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন বাবু, প্রিয় কুলাউড়া পরিবারের খায়রুল কবির জাফর, স্বদেশ প্রতিদিন ও প্রিয় কুলাউড়ার স্টাপ রিপোর্টার আশরাফুল ইসলাম জুয়েল, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্টাতা আশিকুল ইসলাম বাবু, প্রিয় কুলাউড়া স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ, কুলাউড়া বার্তার বার্তা সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ। 

বক্তব্য বক্তরা বলেন কুলাউড়া উপজেলায় সর্বপ্রথম অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়া শুরু থেকে আজ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কুলাউড়ার বিভিন্ন পজেটিভ বিষয়গুলো নিয়ে কাজ করে। প্রিয় কুলাউড়া ১ দশক নয়, শত দশক যেন মানুষের কল্যাণে এভাবে কাজ করে যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post