টিলাগাঁও আজিজুন নেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত শামিম


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া টিলাগাঁও ইউনিয়নের আজিজুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজ সেবক শামিম আহমদ তিনি বিগত ২ বারের সভাপতি ছিলেন।

গত ৪ ফেব্রয়ারী টিলাগাঁও আজিজুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনি প্রক্রিয়াতে ৯ সদস্য বিশিষ্ট কমিটির ভোটার গন তাদের মত প্রকাশ করেন, এতে শামিম আহমেদ ৭ ভোট এবং ওপর প্রার্থী উনার নিজের ভোট সহ ২ ভোট পান, প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব রত একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম ৭ভোট পাওয়ায় শামিম আহমদকে নির্বাচিত ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মর আলী।

ভোটার ছিলেন শিক্ষক প্রতিনিধি ৩ নির্বাচিত সদস্য ৫ দাতা সদস্য ১ সহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি।

উল্লেখ্য শামিম আহমদ টিলাগাঁও এনজিও সাকোর নির্বাহী পরিচালক, টিলাগাঁও নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক,প্রবাসী সামাজিক সংগঠন দেশিও সিনিয়র সমন্নয়কারী ও ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

Post a Comment

Previous Post Next Post