কুলাউড়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কাদিপুরের মধ্যে চুনঘর এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। শিশু দুটি চুনঘর এলাকার তাহীর আলীর মেয়ে মেঘলা বেগম (৮) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী, অন্যজন ঐ বাড়ির মো: বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

এব্যাপারে মেঘলা ও মোহনার চাচা আশিদ মিয়া জানান, মেঘলা মোহনাকে নিয়ে তার বাবার বোরো ক্ষেতে গিয়েছিল। বাবার কাছ থেকে মেঘলা এবং মোহনা ৪ টার দিকে ২০ টাকা নিয়ে বাড়িতে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে ৫ টা - সাড়ে ৫ টার দিকে বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেয়ে আসে নাই বলে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি বরই গাছের পাশে ডুবাতে তার লাশ দেখতে পান। সেখান থেকে লাশ উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ডুবা থেকে মোহনার লাশ উদ্ধার করা হয় । দুই শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

Post a Comment

Previous Post Next Post