স্টাফ রিপোর্টারঃ সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ব্রিটেনের রানীর বিশেষ সম্মাননা 'অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)' খেতাবপ্রাপ্ত কুলাউড়ার কৃতী সন্তান আব্দুল মুনিমকে সম্মাননা স্মারক প্রদান করলো সাপ্তাহিক সীমান্তের ডাক। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সীমান্তের ডাক কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী মাহমুদ, লন্ডন প্রবাসী অধ্যক্ষ কমর উদ্দিন জামাল, সীমান্তের ডাক পরিচালনা পর্ষদ সদস্য স্কটল্যান্ড প্রবাসী মাহফুজ আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার মোক্তাদির হোসেন, আমেনা মিষ্টিঘরের স্বত্বাধিকারী জাহের আলম চোধুরী, সীমান্তের ডাকের স্টাফ রির্পোটার নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় কুলাউড়া সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, কালবেলা কুলাউড়া প্রতিনিধি মহি উদ্দিন রিপন, নিউজ নেট কুলাউড়ার পরিচালক রফিকুল ইসলাম মামুন, অনুলিপি কুলাউড়া’র প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, টি ভি এফ কুলাউড়ার সহ সভাপতি শরফ উদ্দিন তমু, চ্যানেল কুলাউড়া’র প্রতিনিধি সামছুউদ্দিন বাবু, প্রিয় বাংলার স্টাফ রির্পোটার আবুল কাশেম সুনিম, জাকির আহমদ চৌধুরী প্রমুখ।
সীমান্তের ডাকের পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ আহমেদ 'অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)' খেতাবপ্রাপ্ত কমিউনিটি নেতা আব্দুল মুনিম এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশে-বিদেশে যেখানেই কুলাউড়ার মেধাবী মানুষেরা অবস্থান করেন না কেন তাঁরা সকলেই মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকেন। আর সেই কাজের স্বীকৃতিও পান। যার জ্বলন্ত উদাহরণ আমাদের কুলাউড়ার এই গুণীজন।