নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার আয়োজনে শহরের যানজট নিরসন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে পৌরসভার হল রুমে সকল শ্রেণীপেশার প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোঃ হাফিজ, উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, টিবিএফের সভাপতি মইনুল ইসলাম শামীম, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির নেতা ফয়েজ উদ্দিন, কুলাউড়া পরিবহন শ্রমিক নেতা রাজুম আলী রাজু ,সিএজি অটোরিকশা শ্রমিক নেতা শাহাজাহান মিয়া, ব্যাটারী চালিত রিকশা শ্রমিক নেতা আলী হায়দার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু, অরবিন্দু ঘোষ বিন্দু, গৌরা দে।
মতবিনিময় সভায় কুলাউড়া পৌর শহরকে আধুনিক সুন্দর শহর হিসাবে গড়ে তুলতে যানযট নিরসনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।