ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কুলাউড়ায় দিনব্যাপী পিঠা উৎসব


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো; বদরুজ্জামান সজলেল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান মামুন , কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা কাজী ফজলল হক খান সাহেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৈশৈন্যু, কুলাউড়া ভাড়াটিয়া দোকন মালিক সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম ও প্রভাষক সিপার উদ্দিন আহমদ প্রমুখ। 

দিনব্যাপী পিঠা উৎসবে মোট ১৫টি স্টল অংশ নেয়।

Post a Comment

Previous Post Next Post