নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে এটিএন বাংলা ইউকের স্কানথর্প প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এনামুল আলম। গত ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাফেজ আলম বকসের অনুমোদনক্রমে স্কানথর্পের প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ প্রদান করেন চিফ নিউজ এডিটর সাঈম চৌধুরী।
সাংবাদিক এনামুল আলম দেশে থাকাকালীন সময়ে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় বাংলার বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক বিজয়ের কন্ঠ, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।
এ ছাড়া কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাক প্রত্রিকার স্টাফ রিপোর্টার ও পাশাপাশি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
এনামুল সংবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে তার সঙ্গে এই নম্বরে (07496892376) যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।