নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দীন ১ লাখ ৩৬ হাজার ৩০৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩০৯৮ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমএম শাহীন (সোনালী আঁশ) ১১ হাজার ৪৪৯, একেএম শফি আহমদ সালমান (ট্রাক) ১৫৫৫২ ভোট, মো. আব্দুল মতিন (কাঁচি) ৬৬৮, আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫ হাজার ৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫ হাজার ৬৮ ভোট পেয়েছেন।